নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ভাস্কর্যে বিরোধীতার নামে ধর্মান্ধ মৌলবাদি গোষ্ঠী বিএনপি জামায়াতের মদদে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা সৃষ্টির অপচেস্টা প্রতিহত করবে যুবলীগ। আজ রবিবার বিকেলে গুলিস্থান কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখা এবং কেন্দ্রীয় যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীতার নামে বিএনপি জামাতে মদদে ধর্মান্ধ মৌলবাদি ও পুঁজিবাদীরা নতুন নাটক শুরু করেছে। যে আর্দশ নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ গঠিত হয়েছিল, তা হলো সকল ধর্মের মানুষ সম অধিকার নিয়ে শান্তিতে বাস করবে। স্বাধীনতার বিরোধীতাকারী জঙ্গিবাদ ও মৌলবাদিরা আজ ভাস্কর্যের বিরোধীতার নামে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এগিয়ে চলা বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র করছে। দেশের সকল আলেম সমাজ, কওমী মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীরাসহ দেশ বাসী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পক্ষে রয়েছেন। যুব সমাজ ঐক্যবদ্ধ রয়েছে। সারাদেশে প্রতিটি গ্রামে গ্রামে যুবসমাজকে নিয়ে যুবলীগ সাম্প্রদায়িকতার অপচেস্টা প্রতিহত করবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন-যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশিদ, এড. মঞ্জুরুল আলম শাহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ^াস মতিউর রহমান বাদশা, বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, সাইফুর রহমান সোহাগ, জহির উদ্দিন খসরু, সোহেল পারভেজ, মশিউর রহমান চপল, এড. মোঃ শামীম আল ইসলাম সোহাগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান সুজন, ঢাকা মহানগর যুবলীগ উত্তর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, উত্তর সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।
উপস্থিত ছিলেন-যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ নবী নেওয়াজ, মোঃ মোয়াজ্জেম হোসেন, ইঞ্জি. মৃনাল কান্তি জোয়াদ্দার, তাজ উদ্দিন আহমেদ, জসিম মাতুব্বর, মোঃ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন পাভেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. মোঃ শামীম খান, তথ্য ও গবেষণা সম্পাদক মীর মোঃ মহিউদ্দিন, তথ্য ও যোগাযোগ সম্পাদক মোঃ শামসুল আলম অনিক, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোঃ ফরিদ রায়হান, ক্রীড়া সম্পাদক মোঃ নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হারিছ মিয়া শেখ সাগর, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হাই, কৃষি ও সমাবয় সম্পাদক এড. মোঃ হেমায়েত উদ্দিন মোল্লা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মুকিত চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক, মাওলানা খলিলুর রহমান সরদার, মহিলা বিষয়ক সম্পাদক এড. মুক্তা আক্তার, উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দী, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক কাজী খালিদ আল মাহমুদ টুকু, উপ-আইন সম্পাদক সম্পাদক এড. মোঃ এনামুল হোসেন সুমন, উপ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সাফেদ আশফাক আকন্দ তুহিন, উপ-বিজ্ঞান সম্পাদক রাশেদুল হাসান সুপ্ত, উপ-তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুর রহমান, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটোয়ারী, উপ-শিল্প ও বাণিজ্য সম্পাদক মোঃ ফিরোজ আল আমিন, উপ-কৃষি সম্পাদক মোল্লা রওশন জামির রানা, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া শামীম, উপ-ধর্ম সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্য, সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন তোফায়েল, মো: আতাউর রহমান উজ্জ্বল, মো: আলামিনুর হক আলামিন, মো: আব্দুর রহমান জীবন, মো: আরিফুল ইসলাম, মো: আলমগীর হোসেন শাহ জয়, মো: কামরুল হাসান লিংকন, মো: বাবলুর রহমান বাবলু, এ কে এম মোক্তাদির রহমান শিমুল, হিমেলুর রহমান হিমেল, মো: মনিরুজ্জামান পিন্টু, মো: মনিরুল ইসলাম আকাশ, জি এম ওয়াহেদ পারভেজ, কার্যনির্বাহী সদস্য- কায়কোবাদ ওসমানী, এড. মোঃ নাজমুল হুদা নাহিদ, মো: মোস্তাফিজুর রহমান মাসুদ, আবুল কালাম আজাদ, মো: শহিদুল ইসলাম লাকী, মো: মুজিবুর রহমান, ইঞ্জি. মুক্তার চৌধুরী কামাল, এড. মোঃ সৈকত হায়াত, এড. এস এম আসিফ শামস রঞ্জন, ইঞ্জি. মো: আসাদুল্লাহ তুষার, এ বি এম আরিফ, সৈয়দ আলাউল ইসলাম সৈকত, মো: অলিদ হোসেন, ডা: মো: আরঙ্গজেব আরু, এড. মোঃ সাজেদুর রহমান চৌধুরী বিপ্লব, ড. মোঃ রায়হান সরকার রিজভী, কেন্দ্রীয় সদস্য মোঃ নাজমুল হোসেন জুয়েল, মোঃ মুনায়েম খান, মোঃ আব্দুল বাতেন রিপন, এ এন এম ইমরুল হক, মোঃ শফিউল আলম প্রধান কমল, আসাদুজ্জামান আজম, এড. মোঃ রেজাই রাব্বি, মোঃ বাবুল আহমেদ খান ইমন, মোঃ হাসিবুর রহমান রাজন সিকদার, মোঃ কামরুজ্জামান কামরুল, মোঃ শেখ জসিম উদ্দিন, মাকসুদুর রহমান, প্রিন্স তাজুল ইসলাম, মোঃ রেজাউল করিম, মোঃ এজাজুল ইসলাম, অমিত কুমার বসু, এম জাহাঙ্গীর আলম, জহিরুল হক জাকির, এড. অলিউল্লাহ সৌরভ, চৈতী রানী বিশ^াস, শেখ আব্দুস সবুর, শেখ মোঃ গিয়াস উদ্দিন, মোঃ আব্দুল্লাহ রানা, আমিনুল ইসলাম শিপন, মোঃ রবিউল ইসলাম, এস এম রেজাউল করিম শামিম, মোঃ কামরুল হাসান কানন, এইচ এম আল আমিন আহমেদ, রাকিব উদ্দিন, তারেক বিন হায়দার রাজন, রোজিনা আক্তার রিমা, শাকিল আহমেদ তানভীর, দেলোয়ার হোসেন রাইন, মোঃ ইমাম হাসান, সাজ্জাদুল ইসলাম, আশফাক চৌধুরী, কামরুজ্জামান রোকন, ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজিব, মোঃ কাইফ ইসলামসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশ শেষে বঙ্গবন্ধু এভিনিউ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টন মোড় হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।