ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে রবিবার সকাল সাতটার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া অভিরামপুর গ্রামে স্কুল পড়ুয়া ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন অভিরামপুর গ্রামের মো. ওয়াজ উদ্দিনের ছেলে মো. শাজাহান মিয়া (৩০) ও তার স্ত্রী বেলেনা বেগম (২৫)।

নিহত শাজাহান গৃহস্থালীর পাশাপাশি বাঁশতৈল বাজারে চায়ের দোকান ও গরু-মহিষের ব্যবসা করতেন। অনিক (১০) ও জান্নাত (৬) নামে তাদের দুটি সন্তান রয়েছে।

পরিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় রবিবার সকাল সাতটার দিকে শাজাহান মিয়া, স্ত্রী বেলেনা ও ছেলে অনিক তাদের মহিষ বানতে বাড়ির পাশে বাইদে (মাঠে) যায়। সেখানে পানিতে পড়ে থাকা ওয়াপদার বিদ্যুতের মেইন লাইনের তারে ছেলে অনিক জড়িয়ে পড়লে স্ত্রী বেলেনা তাঁকে ছিটকে দিতে পারলেও নিজে জড়িয়ে পড়েন। পরে বিষয়টি শাজাহানের নজরে পড়লে তিনি স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও জড়িয়ে পড়েন। ছেলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্ত্রী বেলেনা বেগমকে মৃত্যু ঘোষণা করেন এবং স্বামী শাজাহানকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির ২০ মিনিট পর তাঁরও মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্র জানিয়েছেন।

এদিকে বিদ্যুতের তারে জড়িয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় অভিরামপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আইএনবি/বি.ভূঁইয়া