নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল সোমবার সন্ধ্যায় পাগলা পশ্চিম নন্দলালপুর নাককাটা বাড়ি এলাকার আমানউল্লাহ প্রধানের বাড়িতে আড়াই বছরের শিশু সন্তানকে চার তলা ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে।
নিহত শিশুটির নাম আশফাক জামান জাহিন । তার মা রোকসানা আক্তারকে (২৮) আটক করেছে পুলিশ। তবে পরিবারের দাবি- রোকসানা মানসিক ভারসাম্যহীন।
শিশুকে ছাদ থেকে ফেলে হত্যার ঘটনা পরিবারের সদস্যরা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল। কিন্তু স্থানীয়দের চাপের মুখে এবং সংবাদকর্মীদের তৎপরতায় পুলিশ ঘটনার সংবাদ পেয়ে রাত সাড়ে ১০টার দিকে নিহত শিশুর মা রোকসানা আক্তারকে আটক করে।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, প্রথমে ঘটনাটি বিশ্বাস করতে পারিনি। পরে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাই। পরিবারের সদস্যরা শিশুটিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, নিহত শিশুর মা রোকসানাকে রাতেই আটক করা হয়। তবে পরিবারের পক্ষ হতে বলা হচ্ছে রোকসানা মানসিক ভারসাম্যহীন। আমরা পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব।
আইএনবি/বিভূঁইয়া