ছাতকে ট্রাক উল্টে অটোরিকশাকে চুরমার, প্রাণ গেল যুবকের

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ট্রাক উল্টে অটোরিকশাকে চাপা দিলে শিহাব উদ্দিন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক শিহাব উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও হায়াতপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি ট্রাক সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে পৌঁছামাত্র ডিভাইডারে সঙ্গে ধাক্কা লেগে উল্টে অটোরিকশার ওপর পড়ে যায়। এ সময় চাপা পড়া অটোরিকশার ভেতরে থাকা তিনজনের দুজন বেরিয়ে আসতে সক্ষম হলেও শিহাব ট্রাকের নিচে চাপা পড়েন। স্থানীয়রা উল্টে থাকা ট্রাক সরিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন।

পরে রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় জনতা মিলে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান সড়কে দুর্ঘটনায় একজন মারা যাওয়ার বিষয় নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া