ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো নারীর

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় আরজিনা আক্তার রুমি (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ঘুন্টি বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমি বেগম পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার ডাওয়াবাড়ি ইউনিয়নের পূর্ব বিছনদই গ্রামের সোলেমান মিয়ার স্ত্রী বলে জানাগেছে।

স্থানীয়রা সূত্রে জানা যায়, ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যান রুমি। রেইল লাইনের পাশে ছাগলটিকে ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখলে কিছুক্ষণ পর ট্রেনের শব্দ পেয়ে ছাগলটিকে বাঁচাতে চেষ্টা করেন। এ সময় লালমনিরহাট-বুড়িমারীর একটি লোকাল ট্রেন কাছে চলে আসলে রুমি বেগমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

লালমনিরহাট জি.আরপি থানার (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে হাতীবান্ধা স্টেশন মাষ্টার ও পুলিশ পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া