চৌগাছায় বাবা-মাকে খুনের দায়ে পুত্র আটক

যশোর প্রতিনিধি : যশোর চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মহিরুদ্দিন (৬৫) ও আয়না বেগম (৫৫) নামে এক দম্পতিকে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে মিলন।

স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে বাবা-মায়ের সাথে গোলযোগ হয় মিলনের। এক পর্যায়ে মিলন তার বাবা-মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশিরা মহিরুদ্দিন ও আয়না বেগম দম্পত্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। কিন্তু হাসপাতালে নেবার আগেই তাদের মৃত্যু হয়।

আইএনবি/বিভূঁইয়া