চুয়াডাঙ্গা প্রতিনিধি:এবার চুয়াডাঙ্গার একটি সরকারি স্কুলের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’।
বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় চুয়াডাঙ্গার জীবন নগরের আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের ডিজিটাল সাইনবোর্ডে লেখাটি ভেসে উঠে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা তদন্তে গঠিত হয়েছে কমিটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন পুলিশের ঊর্ধ্বতনরা।
জানা গেছে, বুধবার সন্ধ্যার পর স্কুলের ডিজিটাল সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখাটি ভেসে উঠতে দেখে একজন পথচারী স্থানীয় লোকজনকে জানান। এ খবর পেয়ে বিক্ষুদ্ধ জনতা স্কুলের গেটে জড়ো হন। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান তারা।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘২০১৬ সালে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের অধীনে ঠিকাদারী প্রতিষ্ঠান ডিজিটাল ডিসপ্লে বোর্ডটি নির্মাণ করে। সেই থেকে শিক্ষার্থীদের শিক্ষামূলক লেখা প্রচারিত হয়ে আসছে। কিন্তু বুধবার সন্ধ্যার পর আপত্তিকর লেখাটি ভেসে ওঠে। সার্ভেয়ারটি হ্যাক করে এ ঘটনাটি ঘটানো হয়েছে। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ‘ঘটনা তদন্তে উপজেলা নিবার্হী কর্মকর্তা আলমগীর হোসেনকে আহব্বায়ক করে ৩ সদস্যের কমিটি গঠিত হয়েছে। কমিটিকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট দিতে বলা হয়েছে।’
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশের ঊর্ধ্বতনরা। বুধবার রাত ৮টায় সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা (দামুড়হুদা- সার্কেল) ও জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন।
সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা, ‘যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের কর্মকর্তারা তদন্ত করে কোনো আইনগত সহযোগিতা চাইলে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
এর আগে গত ১৪ ডিসেম্বর খুলনা রেলস্টেশনে মূল ফটকের ডিজিটাল সাইনবোর্ডে ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরব বলে একটি লেখা প্রচার হয়। তাছাড়া গত ২৬ অক্টোবর ভোর ৫টা ৫৭ মিনিট থেকে সকাল ৯টা ৫১ মিনিট পর্যন্ত ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের বাইরের গেটের (এক্সিট গেট) ওপরের এলইডি সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা স্ক্রিনে প্রদর্শিত হয়।
আইএনবি/বিভূঁইয়া