জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গা জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে শহরের বাস স্ট্যান্ডার্ড থেকে বুধবার সকালে ৩৬ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী স্বামী -স্ত্রীকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হচ্ছে- দর্শনা থানা এলাকার রাঙ্গিয়ারপোতা গ্রামের দুয়ার পাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৪২) ও স্ত্রী।
থানা পুলিশ সূত্র জানায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তেতে বুধবার (১৫ জুলাই) সকালে শহরের বাস স্ট্যান্ডার্ড চত্বরে অভিযান পরিচালনা করে একটি ইজিবাইক তল্লাশি করে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেন।
জীবননগর থানার ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ বলেন, মাদকসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।
আইএনবি/বি.ভূঁইয়া