চুয়াডাঙ্গায় সিনিয়র নার্সসহ নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, সিনিয়র নার্সসহ নতুন করে আরও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে আলমডাঙ্গা উপজেলায় ৪ জন ও সদর উপজেলায় দুইজন। এরা কয়েকদিন আগে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকা থেকে চুয়াডাঙ্গায় এসেছেন। আক্রান্তদের বাড়িসহ আশেপাশের এলাকা লকডাউন করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন, জেলার চার উপজেলা থেকে এ পর্যন্ত ১৫৮ জনের নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), খুলনা এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। এরমধ্যে আজ (২৩ এপ্রিল) ৩৯ জনের তথ্য এসেছে। এতে ছয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া