‘চীন কখনোই সশস্ত্র গোষ্ঠীর কাছে অস্ত্র বিক্রি করে না ’

আন্তর্জাতিক ডেস্ক: চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অস্বীকার করে বলেছেন মিয়ানমারের উত্তরাঞ্চলে নৃতাত্ত্বিক সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র বিক্রি ও সরবরাহের অভিযোগ করেছেন।

চীন কখনোই মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর কাছে অস্ত্র বিক্রি করে না বলে দাবি করেছেন তিনি। তবে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে যে অস্ত্র রয়েছে তার সঙ্গে চীনের সশস্ত্র বাহিনীর অস্ত্রের মিল রয়েছে।

মিয়ানমারে দুই দিনের সফর শেষে বেইজিংয়ে ফিরে যাওয়ার আগে মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংকে আশ্বাস দিয়ে চীনের প্রেসিডেন্ট বলেন, অনেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করার অভিযোগ করেন চীনের বিরুদ্ধে। এটা সত্য নয়, চীন কোনো অস্ত্র সরবরাহ করে না।

মিয়ানমারের সেনাপ্রধানকে সশস্ত্র গোষ্ঠীর হাতে অস্ত্র সরবরাহের বিষয়টি সমাধানের আশ্বাস দেন শি জিনপিং।

তবে মিয়ানমারের বিশ্লেষকরা চীনের প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

২০১৮ সালের নভেম্বরে মিয়ানমারের সেনাবাহিনী নামসান টাউনশিপের হোমাইন গ্রামে ত’আং জাতীয় মুক্তি বাহিনীর (টিএনএলএ) কাছ থেকে মিসাইলসহ ৪০ হাজারের বেশি গোলাবারুদ জব্দ করেছিল। জব্দকৃত বেশিরভাগ অস্ত্রই চীনের তৈরি করা বলে জানিয়েছিল মিয়ানমারের সেনাবাহিনী।

আইএনবি/বিভূঁইয়া