আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ের রাজধানী শেনইয়াংয়ে রাস্তার পাশে বৃহস্পতিবার সকালে একটি রেস্তোরাঁয় গ্যাস লাইন বিস্ফোরণে একজন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। খবর সিনহুয়ার।
ভয়াবহ ওই বিস্ফোরণের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বিস্ফোরণে দোকানটির দরজা-জানালা উড়ে গিয়ে অন্যস্থানে পড়েছে।
উদ্ধারকর্মীরা ৩৩ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন। এখনও উদ্ধার তৎপরতা চলছে।
তবে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
আইএনবি / বিভূঁইয়া