চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: রাজধানীর বনানীর একটি বাসা থেকে জিয়াংফ্রি নামে বিদেশি চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) বনানী থানার ওসি নুরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বনানীর ২৩ নাম্বার রোডের ৮২ নাম্বার বাসার পেছন থেকে একজন চীনা নাগরিকের মরদেহ উদ্ধারের কাজ চলছে। দুপুর ১টার দিকে আমরা খবর পাই। তারপরই ঘটনাস্থলে চলে আসি।

ওসি বলেন, প্রাথমিকভাবে উনি কিভাবে মারা গেছেন, কে মেরেছে এসব কোনো বিষয়ই আমরা জানি না। পরে বিস্তারিত জানানো হবে।

আইএনবি/বিভূঁইয়া