চীনকে চরম পরিণতি ভোগ করতে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, মহামারী আকারে করোনা ছড়িয়ে পড়ার পূর্বেই চীনে এটি থামানো যেতো কিন্তু তা করা হয়নি। আর এখন এই কারণে পুরো বিশ্বকে ভুগতে হচ্ছে। এনডিটিভি

ট্রাম্প প্রশ্ন করেন, এটি কি ভুল ছিলো যা একেবারে নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছিলো নাকি এটি ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছে? এই দুইয়ের মধ্যে অনেক ফারাক রয়েছে। যদি এটি ভুল হয় তবে ভুল ভুলই কিন্তু যদি জেনেশুনে চীন এই কাজ করে থাকে তবে পরিণতি অবশ্যই মারাত্মক হবে।

ট্রাম্প বলেন, আমি মনে করি তারা জানে তারা ঠিক কাজ করেনি তাই তারা এখন বিব্রত হচ্ছে। তারা বলেছে তারা তদন্ত করছে। ঠিক আছে, আমরাও দেখি তাদের তদন্তে কি আসে। কিন্তু আমরাও তদন্ত করবে।

ট্রাম্প সন্দেহ প্রকাশ করে বলেন, চীন বলছে তাদের ১ লাখের মধ্যে মৃত্যুহার ০.৩৩ শতাংশ। এই হার অসম্ভব। প্রসঙ্গত যুক্তরাষ্ট্রে ১ লাখের বিপরীতে মৃত্যুহার ১১.২৪ শতাংশ , ফ্রান্স ২৭.৯২ ও স্পেনে ৪২.৮১।

এর আগে ট্রাম্প প্রশাসন বলেছে, করোনা ভাইরাস যে চীনের উহানের ল্যাবরেটরি থেকে ছড়িয়েছে এই আশঙ্কা উড়িয়ে দেয়ার মতো নয়। এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জু লিজিয়ান ল্যাবরেটরিতে ভাইরাস তৈরির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, মার্কিন মিলিটারিই সম্ভবত চীনে ভাইরাস নিয়ে এসেছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে মৃত্যুমুখে পতিত হয়েছেন। আক্রান্ত হয়েছেন ২২ লাখের বেশি। শুধুমাত্র ইউরোপেই মৃত্যুর সংখ্যা ১ লাখ।

আইএনবি/বিভূঁইয়া