চাঁদপুরে মেঘনায় কোস্টগার্ডের অভিযানে আটক ২৮

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২৮ জনকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, নদীতে কালিরচর সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজার এবং বাল্কহেড উচ্ছেদের অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার, দুটি বাল্কহেড, দুটি স্পিডবোট ও একটি দেশীয় নৌকাসহ ২৮ জনকে আটক করা হয়।

তিনি আরো বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বেলতলি নৌপুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম হিল্লোল চাকমা ছিলেন।

আইএনবি/বিভূঁয়া