পাবনা প্রতিনিধি : পাবনার পাকশী লালন শাহ সেতুর টোল প্লাজার কাছে বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) সুমন হোসেন নামে একজনকে হত্যার অভিযোগ ওঠেছে। তার বাড়ি পাবনার ঈশ্বরদীতে।
সন্ধ্যা সাড়ে ৭টা সিসি ক্যামেরার ছবিতে দেখা যাচ্ছে, সামনের রাস্তায় কেউ নেই। খানিক পর সুপার সনি পরিবহনের একটি বাস পার হলে সড়কে একজনকে পড়ে থাকতে দেখা যায়। এরপর তাকে উদ্ধার করে হাপসাতালে নিলেও বাঁচানো যায়নি। পরিবারের অভিযোগ, ভাড়া নিয়ে কথাকাটির একপর্যায়ে চলন্ত বাস থেকে সুমনকে ফেলে দেয়া হয়। পরে ওই বাসের নিচেই পিষ্ট হয়ে মৃত্যু হয় তার।
পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাসটি শনাক্ত করা হয়েছে। চালকসহ বাসটি ধরতে অভিযান চলছে।
আইএনবি/বিভঁইয়া