লালমনিরহাট প্রতিনিধি : হাতীবান্ধায় ডিআর এন্টার প্রাইজ নামে একটি চলন্ত বাসে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার ঘুন্টি এলাকায় এক যাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। রাতে যৌন হয়রানীর শিকার ওই মেয়ের মা হাতীবান্ধা থানায় একটি অভিযোগ করেন।
স্থানীয়রা জানায়, গত সোমবার ডি আর এন্টার প্রাইজের যাত্রী হয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিলো ওই মেয়ে। পথিমধ্যে তার পাশে বসা যাত্রী হাতীবান্ধা উপজেলার ভোটমারী এলাকায় নেমে যায়। তখন ওই বাসের সুপারভাইজার বাবু তার পাশে গিয়ে বসে এবং তার গায়ে হাত দিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে। এ সময় ওই বাসের অন্য যাত্রীরা দেখে ফেললে সুপাভাইজারকে ধরে মারধর করে এবং বাসটি ঘুন্টি এলাকায় এলে সুপারভাইজারকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মঙ্গলবার রাতে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেন যৌন হয়রানীর শিকার ওই মেয়ের মা।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত বাবুকে আটক করা হয়েছে। বুধবার (২ডিসেম্বর) দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া