চট্টগ্রামে ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার  

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর স্টেশন রোড থেকে বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে ছোরাসহ ৩ ছিনতাই চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা নগরীর বাকলিয়া ও কোতোয়ালিসহ বিভিন্ন থানার একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি চক্র ছিনতাই পরিকল্পনা করছে এমন খবরে স্টেশন রোডে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-মো. দ্বীন ইসলাম মুন্না (২৭), মোহাম্মদ মনির (৩২) ও মো. শাহাদাত হোসেন বাবু (২৮)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ মহসিন।

আইএনবি/বি.ভূঁইয়া