চট্টগ্রাম প্রতিনিধি: সিএমপি বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর বাজারস্থ এশিয়ান ইউনিভার্সিটির গেইটের সামনে পাকা রাস্তার উপর হইতে ৫ ফেব্রুয়ারি দিনগত রাত ১০.৩০ ঘটিকার সময় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন- দ্বীন মোহাম্মদ (৬০) ও মনোয়ারা বেগম (৪০) । আসামিদ্বয়কে গ্রেপ্তার এবং তাদের নিকট হইতে ২৫২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
জানা যায়, এএসআই মো. রতন মিয়া সহ সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া