নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান গ্রামে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে নয় বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শিশুটিকে দুপুর ১২টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত যুবক রাকীব (১৮) পলাতক রয়েছে। সে চরজব্বর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ক্ষনকার বাড়ির মহসিনের ছেলে।
স্থানীয় লোকজন জানান, সকালে শিশুটির পরিবারের অন্যান্য সদস্যরা ঘরে ছিলো না। সেই সুযোগে রাকীব চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করে। শিশুটির মামী এ ঘটনা দেখে ফেললে রাকীব পালিয়ে যায়।
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় মামলা করা হচ্ছে। অভিযুক্ত যুবককে আটক করতে অভিযান চলছে।
আইএনবি/বিভূঁইয়া