আইএনবি ডেস্ক: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডানা’ এখনও সৃষ্টি হয়নি। তবে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে দানা বাঁধছে। সাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে নিম্নচাপ হিসেবে রয়েছে ‘ডানা’।
আবহাওয়া অফিস বলছে, শুক্রবার (২৫ অক্টোবর) ভোরের দিকে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। এতে বাংলাদেশের খুলনা এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকা প্রভাবিত হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় সোমবার (২১ অক্টোবর) সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম দেওয়া হবে ‘ডানা’।
বেশ কয়েকটি আবহাওয়া মডেল অনুসারে, ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে বাতাসের গতিবেগ বুধবার থেকে ৬০ কিমি/ঘণ্টা পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে—যা বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকালের মধ্যে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে।
আইএনবি/বিভূঁইয়া