ঘুমন্ত শিশুকে পুকুরে ফেলে দিলেন নানি!

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরের মাজিহাটে মানসিক ভারসাম্যহীন এক নানি ঘুমন্ত অবস্থায় শিশু নাতিকে পুকুরের পানিতে ফেলে দেন । বেশ কিছু সময় পর শিশুটির লাশ উদ্ধার করে এলাকাবাসী।

জানা যায়, মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে জেলার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাটে নানি বাড়িতে এক বছরের শিশু জান্নাতুল (১) ঘুমিয়ে ছিল। মানসিক ভারসাম্যহীন নানি শিশুটিকে নিয়ে পুকুরের পানিতে ফেলে দেন। এরপর তিনি নিজেই শিশুটিকে পুকুরে ফেলে দেওয়ার কথা জানান। তাৎক্ষণিক এলাকাবাসী পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে পরিবারের লোকজন শিশুটিকে নিয়ে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাবরিনা খাতুন মৃত ঘোষণা করেন। হাসপাতালে আসার আগেই শিশুটি মারা গেছে বলে জানান তিনি।

নিহত শিশুর জান্নাতুল মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া গ্রামের মো. জাকারিয়ার মেয়ে। শিশুটির নানি রহিমা বেগম (৪০) মাজিহাট এলাকার জিয়ারুল ইসলামের স্ত্রী।

 

মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, ঘটনায় তাৎক্ষণিক এই শিশুটির নানিকে আটক করা হয়েছে এবং শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

আইএনবি/বিভূঁইয়া