ঘরে ঢুকে অন্তঃসত্ত্বা মা ও শিশুকন্যাকে গলা কেটে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে শনিবার দিবাগত রাত ১২টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের ভাল্লুককান্দী গ্রামে ঘরে ঢুকে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী ও তার চার বছরের শিশুকন্যাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন আল আমিনের স্ত্রী লাকী বেগম (২২) এবং তাদের মেয়ে আলিফা (৪)। শিশু আলিফা স্থানীয় কচুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়তো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের আসাদ মার্কেটে আল আমিন ফোন-ফ্যাক্সের ব্যবসার করেন। ব্যবসার কারণে অনেক সময় রাত হয় বাসায় ফিরতে। তিনি বাসায় না ফেরা পর্যন্ত মেয়ে আলিফাকে নিয়ে লাকী বেগম একাই বাসায় থাকতেন। শনিবার দিবাগত রাতেও মেয়েকে নিয়ে বাড়িতে একাই ছিলেন লাকী বেগম। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে লাকী বেগম এবং তার মেয়ে আলিফাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। এ সময় ঘরে থাকা প্রায় ৮ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠিয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

নিহতের পরিবার ও স্থানীয়রা দ্রুত এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ বিচার দাবি করেছেন।

আইএনবি/বিভূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূঁইয়া