জামালপুর প্রতিনিধি: জামালপুর উপজেলার কুটিলার চরে মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোররাতে মোহাম্মদ আলী নামে ১১ মামলার আসামি গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে নিহত।
ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় যমুনার দুর্গম চর সাপধরী ইউনিয়নের প্রজাপতির চর থেকে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ১১ মামলার আসামি সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী ওরফে আলী ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত ৩টার দিকে তাকে নিয়ে চিনাডুলি ইউনিয়নের যমুনার দুর্গম চর কুটিলার চরে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় বালুর চরে পুঁতে রাখা অবস্থায় একটি রিভলবার ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আলী ডাকাতকে নিয়ে ফিরে আসার সময় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা ও গুলি চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে গুরুতর আহত হন আলী ডাকাত। পরে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আইএনবি/বিভূঁইয়া