মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুর।।
শরীয়তপুরের গোসাইরহাটে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে চৌধুরী ক্যাম টেক্সটাইল লিমিটেড এর সহযোগিতায়, আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার বিকালে গোসাইরহাট পৌরসভা ও নলমুড়ি ইউনিয়নে ১ হাজার পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, চৌধুরী ক্যাম টেক্সটাইল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও হাটুরিয়া জমিদার পরিবারের সন্তান মিজানুর রহমান চৌধুরী, গোসাইহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ নাসির, ডামুড্যা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল রশিদ গোলন্দাজ, গোসাইরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান দেওয়ান প্রমুখ।