মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুর।।
শরীয়তপুরের গোসাররহাটে বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জ এর ডিআইজি হাবিবুর রহমান এর প্রতিষ্ঠিত উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায় গরীব পরিবারের মধ্যে চাল,ডাল,আলু, লবন,সাবান সহ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার সকালে গোসাইরহাট থানা চত্বরে ও নলমুড়ি ইউনিয়নে মিজানুর রহমান চৌধুরীর সার্বিক সহযোগিতায় ৮০০ কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে এই খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়।
উপহার খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, চৌধুরী কোম্পানি টেক্সটাইল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও গোসারহাটের কৃতিসন্তান মিজানুর রহমান চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিনুর রহমান, গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ সাহেব আলী মোল্লা, সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান দেওয়ান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।