শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মাছুয়া খালি এলাকায় আবুল হোসন উকিল নামে এক কৃষকের বাড়ির জমিতে প্রভাবশালীরা ভোগ দখল করার জন্য জোর পূর্বক ঘর উত্তোলন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার ২৪ অক্টোবর এই ঘড় উত্তোলন করেন। এ ব্যাপারে ভুক্তভোগী আবুল হোসন পুলিশ প্রশাসনসহ কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার মাছুয়া খালি এলাকায় মৃত আক্কেল উকিলের ছেলে আবুল হোসেন উকিল গোসাইরহাট থানার অর্ন্তগত ৪৪নং মাছুয়া খালি মৌজার এস,এ ৫৫৫ হাল ৬২১৩নং খতিয়ানে সাবেক ৫২৬৬ হাল ৮২৬৭ সাবেক ৫৩২৮ হাল ৫৮২৫০ নং দাগের ৬ শতাংশ ভূমি ছিদ্দীক হাওলাদারের কাছ থেকে ১১-১০-১৯৯৩ সাল থেকে ক্রয় করে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করছে। কিন্তু একই বাড়ির প্রভাবশালী নুর উদ্দিন উকিল গংরা ওই জমি জোরপূর্বক ভোগ দখল করার জন্য নানা ধরনের পাঁয়তারা করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে প্রভাবশালী লোকজন নিয়ে ওই বাড়িতে ঘর উত্তোলন করে। এ জমি নিয়ে শরীয়তপুর জজ আদালতে, একটি দেওয়ানী মামলা করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
এ ব্যাপারে ভুক্তভোগী আবুল হোসেন উকিল বলেন, আমি ওই ভূমি ক্রয় করে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করছি। কিন্তু স্থানীয় প্রভাবশালী নুর উদ্দিন উকিল গংরা ওই জমি ভোগ দখল করার জন্য জোরপূর্বক ঘর উত্তোলন করে। আমি বাধা দিতে গেলে তারা আমাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়। পরে আমি আদালতে একটি দেওয়ানী মামলা করেছে ।
এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
এ ব্যাপারে গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেন, এটা এসিলেন্টের বিষয় তার সাথে কথা বলুন ।
আইএনবি/জে এম/বিভূঁইয়া