শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন আক্কেল আলী মাষ্টার ফাউন্ডেশন ও স্মৃতি পাঠাগারের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক স্পে ছিটানো কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কোভিড-১৯ প্রতিরোধে জীবানুনাশক কার্যক্রম উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন।
এসময় উপস্থিত ছিলেন আক্কেল আলী মাষ্টার ফাউন্ডেশন ও স্মৃতি পাঠাগারের নির্বাহী পরিচালক গোলাম রেজওয়ান চৌধুরী সুজন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী।
আয়োজকরা জানান, ৫০জন স্বেচ্ছাসেবী এ কার্যক্রমে অংশগ্রহণ করবে। স্যাভলন, ব্লিচিং পাইডার ও হ্যান্ড র্যাবের মিশ্রণে প্রায় ২ হাজার লিটার জীবানু নাশক গোসাইরহাটের প্রধান প্রধান সড়ক, মাছবাজার, কাঁচাবাজার, বিভিন্ন মুদি দোকানের সামনে, ডিসপেনসারি গুলোর সম্মুখভাগে ছিটানো হয়।
গোলাম রেজওয়ান চৌধুরী সুজন বলেন, ৫০জন স্বেচ্ছাসেবী নিয়ে আক্কেল আলী মাষ্টার ফাউন্ডেশন ও স্মৃতি পাঠাগারের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০০ পরিবারে মাস্ক, সাবান,লিফলেট ও জীবানু নাশক কার্যক্রম শুরু হলো, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।