সাভার প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে সাভারের গেন্ডা এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শিমুল (১৮) ও জুয়েল (১৯) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেছেন। নামাগেন্ডা মোল্লা পাড়া এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, সাভারের গেন্ডায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন এক গৃহবধূ। পরে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
এঘটনায় ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া