উখিয়া প্রতিনিধি:শুক্রবার উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী থেকে শাবনুর আকতার (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বালুখালী পশ্চিমপাড়া গ্রামের দুবাই প্রবাসি নুরুল হুদার স্ত্রী এবং ওই এলাকার আকবর আহমদের মেয়ে। এটি হত্যা না আত্মহত্যা এনিয়ে নিহতের পরিবারের মাঝে চলছে কানাঘুষা।
জানা গেছে, ইসলামী শরিয়াহ মোতাবেক বালুখালী এলাকার মাহাদির ছেলে নুরুল হুদার সাথে বিয়ে হয় আকবর আহমদের মেয়ে শাবনুর আকতারের। তাদের দাম্পত্য জীবন অতি সুখের মধ্যে অতিবাহিত হয়ে আসছিল। সম্প্রতি স্বামী সাথে কিছু মনোমালিন্য সৃষ্টি হয়। কিন্তু হঠাৎ এ ধরনের দুর্ঘটনা কেউ মেনে নিতে পারছেনা। কারণ তাদের সংসারে ২টি সন্তান রয়েছে।
নিহত শাবনুর আকতারের পিতা আকবর আহমদ বলেন, তার মেয়ে কয়েকদিন আগে রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী সৎ মায়ের বাড়ীতে বেড়াতে যায়। শুক্রবার চলে আসার কথা থাকলেও আসেনি। শুক্রবার সাড়ে রাত ১২টার দিকে খবর পাওয়া যায় সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তিনি দ্রুত ঘটনাস্থলে গেলে ওই বাড়ী লোকজন তড়িঘড়ি করে লাশ দাফনের জন্য প্রস্তুতি নেয়, বিষয়টি আমার মনে সন্দেহ সৃষ্টি হয়েছে। সে আরো বলেন, ঘটনার পর থেকে নুরুল ইসলাম ও সৎ মা তৈয়বা বেগম আত্মগোপন করেছে। তার মেয়ের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি। মেয়ের লাশ ময়না তদন্ত শেষে বালুখালীতে দাফন সম্পন্ন হয়েছে বলে সে জানিয়েছেন।
নিহত শাবনুরের চাচা, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজল কাদের ভুট্টো এই ঘটনার সুস্থ তদন্ত পূর্বক প্রশাসনের প্রতি আইনানুগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম মজুমদার বলেন, সৎ মায়ের বাড়ী থেকে শুক্রবার এক গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া