নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে ন্যায় গাজীপুরে বৃক্ষরোপন ও মাছের পোনা অবমুক্ত কর্মসূচি পালন করেছে আওয়ামী মৎস্যজীবি লীগ। সোমবার (২৭ জুলাই ) গাছা থানার বঙ্গবন্ধু মেডিকেল কলেজে গাজীপুর মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি মো. সায়ীদুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর কর্মসূচির উদ্বোধণ কনেন। এসময় কেন্দ্রীয় নেতা ফিরোজ তালুকদার, গাজীপুর মহানগর সভাপতি আজিজ খান, সদস্য সচিব সাঈদ হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আওয়ামী মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে মৎস্যজীবি লীগের উদ্যোগে সারাদেশে বৃক্ষরোপন ও মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচি নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে অংশ হিসেবে আজ গাজীপুরে বৃক্ষরোপন ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।