গাজীপুরে পুলিশ পরিচয়ে ৭ দোকানে ডাকাতি!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে সোমবার দিবাগত রাতে পুলিশ পরিচয়ে পাঁচ স্বর্ণের দোকানসহ সাত দোকানে ডাকাতি হয়েছে। উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা পুলিশ ফাঁড়ির মাত্র ২শ গজ দূরত্বে বাজার এলাকায় দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটে। এতে স্বর্ণের ওই পাঁচ দোকানির আনুমানিক ৫৫ ভরি স্বর্ণালঙ্কার, ৩৪০ ভরি রূপা লুট করে নিয়ে যায় ডাকাত দল। এছাড়াও সাত দোকান ও এক মুরগীর পিকআপ ভ্যান থেকে নগদ দুই লাখ ৪৫ হাজার টাকা লুটে নিয়েছে ডাকাতরা।

স্থানীয়দের অভিযোগ ঘটনার সময় ফাঁড়ির ইনচার্জ রূপন চন্দ্র সরকার ফাঁড়িতে ছিলেন না। তিনি ফাঁড়িতে থাকলে হয়তো ডাকাতির এমন ঘটনা নাও ঘটতে পারতো। ফাঁড়ির ইনচার্জ ফাঁড়িতে না থাকায় ডাকাত দল এমন সুযোগ নিয়েছে বলে ধারণা স্থানীয়দের।

বাজারে দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাগরী ইউপি সদস্য বাবলু গাব্রিয়েল রোজারিও জানান, রাত ১২-৩টার মধ্যে পুলিশের পোশাক পরিহিত ৩০/৪০ জনের এক ডাকাত দল বাজারে প্রবেশ করে।

তারা প্রথমে বাজারে নিরাপত্তার দায়িত্বে থাকা সাত নিরাপত্তা প্রহরীকে বাজারের এক দোকানে আটকে রাখে। পরে বাজারের প্রতি প্রবেশ রাস্তায় নিজেদের লোক দিয়ে পাহারা বসায়। এরপর একে একে পাঁচ জুয়েলার্সের দোকান, চা ও মুরগীর দোকানে ডাকাতি করে পালিয়ে যায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান এ ব্যাপারে পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্তে কাজ শুরু করেছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ও পংকজ দত্ত, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, ইন্সপেক্টর (তদন্ত) সোহেল রানা, ইন্সপেক্টর (অপারেশন) মুজাহিদুল ইসলাম।

আইএনবি/বিভূঁইয়া