গাজীপুর প্রতিনিধি:গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে রবিবার রাত সাড়ে ৮টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮টি কলোনির প্রায় সাড়ে তিন শতাধিক বসতঘর পুড়ে গেছে।
সূত্রে জানা যায়, স্থানীয় হুমায়ুন মিয়ার কলোনি থেকে আগুনের সূত্রপাত হয়ে পার্শ্ববর্তী কলোনিগুলোতেও ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে রাত ১২টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আইএনবি/বিভূঁইয়া