গাজায় যুদ্ধবিরতি চুক্তি চরম ঝুঁকিতে : হামাস

আন্তর্জাতিক ডেস্ক: হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম ইসরায়েল ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তি স্থগিত করায় পুরো যুদ্ধবিরতি চুক্তি চরম ঝুঁকিতে পড়েছে বলে মন্তব্য করেছেন ।

তিনি বলেন, চুক্তি বাস্তবায়ন ও অবিলম্বে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে মধ্যস্থতাকারীদের বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের অবশ্যই ইসরায়েলকে চাপ দিতে হবে। খবর আলজাজিরার।

তিনি আরো বলেন, যুদ্ধবিরতি চুক্তিকে অবজ্ঞা ও ক্ষতিগ্রস্ত করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নোংরা খেলায় মেতেছেন।

এদিকে নেতানিয়াহুর কার্যালয় বলেছে, পরবর্তী জিম্মিদের মুক্তির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত এবং অপমানকর আচার-অনুষ্ঠান বাদ না দিলে গত শনিবারের পরিকল্পিত ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তি স্থগিত করা হবে।

যুদ্ধবিরতির শর্তানুযায়ী গত শনিবার গাজা থেকে ছয় জিম্মিকে ছেড়ে দিয়েছে হামাস। এর বিনিময়ে ছয় শতাধিক ফিলিস্তিনি কারাবন্দিকে ইসরায়েল সরকার মুক্তি দেবে বলে আশা করা হয়েছিল। ফিলিস্তিনি বন্দিদের গ্রহণ করতে রেড ক্রসের গাড়ি ইসরায়েলের কারাগারের সামনে এদিন অপেক্ষা করলেও শেষ পর্যন্ত তাদের মুক্তি দেওয়া হয়নি।

যুদ্ধবিরতির প্রথম ধাপ মার্চের শুরুর দিকে শেষ হবে। পরবর্তী ধাপের বিস্তারিত শর্তাবলি নিয়ে এখনো কোনো সমঝোতা হয়নি।

আইএনবি/বিভূঁইয়া