গাজায় তিন দিনে ২০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় গত মঙ্গলবার থেকে কমপক্ষে ৬০০ মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ২০০ জন শিশু রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনিসেফ।

স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার (২০ মার্চ) গাজা অঞ্চলে সেনা মোতায়েন বাড়িয়েছে। এর জবাবে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস প্রথমবারের মতো গতকাল সীমিত রকেট হামলার মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে।

বুধবার রাতে এবং বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি বিমান বাহিনী গাজার একাধিক স্থানে বোমা হামলা চালিয়েছে। যার ফলে কমপক্ষে ৯৫ জন নিহত এবং ১৩০ জনেরও বেশি আহত হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত ৬০০ জনের বেশিরভাগই উত্তর গাজা এবং রাফাহ প্রদেশে রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার থেকে শিশু, নারী এবং বয়স্কদের মৃত্যুর হার মোট নিহতের ৭০ শতাংশ ছাড়িয়ে গেছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এই সাম্প্রতিক ইসরায়েলি বোমা হামলার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বাবা তার দুই বা তিন বছরের মৃত ছেলেকে কোলে ধরে আছেন। তিনি বলছিলেন, ‘সে ছিল আমার একমাত্র ছেলে। সে তার বন্ধুদের সাথে খেলছিল।’ এসব বলতে বলতে লোকটি আর্তচিৎকার করছিলেন।

গাজায় তিন দিনের ইসরায়েলি আক্রমণে শত শত নিহতের মধ্যে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্ম সংস্থা ‘UNRWA’-এর পাঁচজন কর্মী রয়েছেন। এর পরিচালক ফিলিপ লাজ্জারিনি এ তথ্য জানিয়েছেন।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি দখলদার বাহিনী সংস্থাটির ২৮৪ জন সদস্যকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই শিক্ষক, ডাক্তার এবং নার্স।

আইএনবি/বিভূঁইয়া