গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

শেরপুর প্রতিনিধি: গাইবান্ধায় জেলার সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব দামোদারপুর গ্রামে কাতলামারি বিলে বুধবার দিবাগত রাত ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু ঘটে। নিহতরা হলেন- আইজল মিয়া (৪০) ও ভাতিজা উজ্জ্বল মিয়ার (১৮)। এ ঘটনায় আহত হয়েছেন হারুন (৩৫) নামে আরও এক যুবক।

নিহত আইজল মিয়া ওই ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামের মৃত্যু ছফুর উদ্দিনের ছেলে ও উজ্জ্বল মিয়া একই গ্রামের দুলাল মিয়ার ছেলে।

সাদুল্যাপুর থানার ওসি মাসুদ রানা জানান, আইজল ও উজ্জ্বলসহ স্থানীয় কয়েকজন রাতে বাড়ির পাশে কাতলার বিলে মাছ ধরতে যান। এসময় বিলের পাশে জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পর্শে আইজল ও উজ্জ্বল ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন হারুন মিয়া।

নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হারুনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

আইএনবি/বিভূঁইয়া