গাইবান্ধায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯ টার দিকে গাইবান্ধা-মাদারগঞ্জ সড়কের নাগবাড়ী বাজারের পশ্চিম পাশে খোদ্দরসুলপুর অটোরাইস মিল সংলগ্ন স্থান থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় লোকজন জানান, সকালে ওই স্থানে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পরে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি একজন প্রতিবন্ধী। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে।

সাদুল্লাপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, খবর পেয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া