আইএনবি নিউজ: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ৫ হাজার ৪৪০ জন।
এছাড়া গত একদিনে দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫২০ জন। এ নিয়ে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৩ হাজার ১৫১ জনে।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে নতুন করে ১ হাজার ৭৯৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৮৬ হাজার ৬৩১ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৩ হাজার ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়।
আইএনবি/বি.ভূঁইয়া