আইএনবি নিউজ: সোমবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস সাংবাদিকদের ব্রিফিংকালে জানিয়েছেন করোনাভাইরাসের নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে সরকারি ছুটির মধ্যে গণপরিবহন বন্ধ নয়, সীমিত থাকবে।
তিনি জানান, আমরা বলছি গণপরিবহন সীমিত আকারে চালু থাকবে ছুটির সময়েও। আর যে দুইদিন (মঙ্গল ও বুধবার) ছুটি থাকবে না তখনও আমরা বলছি সীমিত আকারে সাবধানতা অবলম্বন করে চলার জন্য। গণপরিবহন কোনভাবেই বন্ধ করা হচ্ছে না। কারণ কেউ যদি গ্রামের বাড়িতে যায় বা শহরে থাকে তার কিন্তু চলাচলের প্রয়োজন হতে পারে। সেজন্য চলাচল একদম নিষেধ করা হয়নি। বাড়িতে থাকার জন্য বলা হয়েছে এবং নিতান্তই যদি মুভমেন্টের প্রয়োজন হয়, সেটাও যাতে সাবধানতার সঙ্গে করা হয়। সবারই একটি দায়িত্ব রয়েছে, সে দায়িত্বটা পালন করতে হবে।
ড. আহমদ কায়কাউস বলেন, সীমিত আয় কিংবা নিম্ন আয় সবারই গণপরিবহন ব্যবহারের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে যদি আমরা সাবধানতা অবলম্বন করি তাহলে ইনফেকশনটা বহন করা ছড়িয়ে দেয়ার রিস্কটা সীমিত হবে।
আইএনবি/বিভূঁইয়া