যশোর প্রতিনিধি : শুক্রবার (১৭ জানুয়ারি) যশোর সদরের ভাতুড়িয়ার দায়পাড়ায় খেজুরের রস পেড়ে খাওয়ার মিথ্যা অভিযোগে পিটুনির শিকার হয়ে হাশেম আলী (৬৬) নামের এক বৃদ্ধ মারা গেছেন।
পরিবারের অভিযোগ, একই এলাকার মান্নান, মিন্টু ও তাদের লোকজন তাকে দুই দফা মারপিট করলে তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে আনার সময় পথিমধ্যে মারা যান তিনি। হৃদরোগসহ বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন হাসেম আলী।
মৃতের ছেলে আছর আলী জানান, ১৫ জানুয়ারি বুধবার গাছ থেকে রস পেড়ে খাওয়ার মিথ্যা অজুহাত তুলে তাকেসহ তার আরো কয়েক জনকে মারধর করেন মান্নান ও মিন্টু। এরপর রাতের দিকে ওই দু’জন ফের তাদের বসত-বাড়িতে ঢুকে তার বাবাকে চড় থাপ্পড় ও কিল ঘুসি মারেন।
এমনকি পরদিন বৃহস্পতিবার সকালেও লোকজন নিয়ে তাদের বাড়িতে ভাঙচুর চালায় ও তার বাবাকে মারধর করে। এতে তিনি গুরুতর অসস্থ হয়ে পড়েন। সন্ধ্যায় হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
যশোর কোতোয়ালি থানা পুলিশের এসআই আফম মনিরুজ্জামান জানান, পরিবারের লোকজন দাবি করছে তাকে মারপিট করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া