খুলনা প্রতিনিধি: খুলনায় রাষ্ট্রায়ত্ত্ব পাটকলের শ্রমিকরা খাবারের থালা-বাসন হাতে ভুখা মিছিল করেছেন । রাষ্ট্রায়ত্ত্ব পাটকল সিবিএ ননবিএ সংগ্রাম পরিষদের ডাকা ৬ দিনের কর্মসূচির মধ্যে প্রথম দিন সোমবার সকাল ১০টার দিকে শ্রমিকদের ভুখা মিছিলে ভারি হয়ে ওঠে খুলনা শিল্পাঞ্চলের আকাশ বাতাস।
পাটকল শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাদের পিএফ গ্রাচ্যুইটির টাকা প্রদান, শ্রমিকদের সাপ্তাহিক মজুরি নিয়মিত পরিশোধ, পাট মৌসুমে পাট ক্রয়ের অর্থ বরাদ্দসহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সকালে খুলনার ৯টি পাটকলের মিলগেটে জড়ো হন শ্রমিকরা। এ সময়ে শ্রমিকরা তাদের পাওনা অবিলম্বে পরিশোধের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলটি প্লাটিনাম জুটমিল গেট থেকে নতুন রাস্তার মোড়, দৌলতপুর বাসস্ট্যান্ড ঘুরে আবারও স্ব স্ব মিলগেটে এসে শেষ হয়।
বক্তারা বলেন, পাটকলগুলোর ১০ থেকে ১১ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। এদিকে পে-কমিশন প্রদান এবং ৫টি সংস্থায় মজুরি কমিশন প্রদান করছে সরকার। শুধু পাটকল শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন করছে না, ফলে শ্রমিকদের আন্দোলন করা ছাড়া আর কোন পথ নেই।
প্রসঙ্গত, গত মে মাসে পাটকলে শ্রমিকদের লাগাতার আন্দোলনে পাট মন্ত্রণালয় ও বিজেএমসি দ্রুততম সময়ের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবি পূরণের আশ্বাস দেয়। কিন্তু ওই দাবি পূরণ না হওয়ায় আবারও আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। তবে এবার রাজপথ-রেলপথ অবরোধের বদলে মিল গেটে কর্মসূচি রাখা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া