মোঃ জামাল মল্লিক,শরীয়তপুর
শরীয়তপুরে করোনা ভাইরাস মোকাবেলায় সারাদেশেই চলছে লকডাউন। দীর্ঘদিন ধরে লকডাউন চলায় অসহায় হয়ে পরেছে শরীয়তপুরে কর্মহীন মানুষ গুলো। সেই অসহায় মানুষ গুলোর কথা চিন্তা করে শরীয়তপুর জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ও কাগদীতে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শরীয়তপুর পৌরসভার ৬নং ওয়াড আটং গ্রামের সন্তান ও ইতালি যুবলীগ নেতা সৈয়দ সুমন। বুধবার দুপুরে শরীয়তপুর পৌরসভার কাগদী ও বালুচড়া গিয়ে শরীয়তপুর জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন। গভঃ রেজিঃ নং ফরিদপুর ৫ এর শ্রমিক ও কর্মহীন অসহায়দের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন সৈয়দ সুমন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ রিপন মাদবর, ইতালি প্রবাসী ইদ্রিস মুন্সী, কেএম মাহাবুব আলম রাসেল, মোঃ জামাল বেপারী, মিজান মাদবর, ইলিয়াস মাদবর, আল মামুন মাদবর, রিয়াজুল মাদবর, এস এম স্বাধীন, রাসেল সিকদার প্রমুখ।
এর আগেও শরীয়তপুর পৌরসভার ৬ ওয়াডে খাদ্য সামগ্রী বিতরণ করেন সৈয়দ সুমন।