ক্রিড়া ডেস্ক: ক্লাব ৯৪ & ৯৬ এবং এম.ডি.সি মডেল ইনিস্টিউট এর বন্ধুদের মধ্যে শুক্রবার (৮ জানুয়ারি) বিকালে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
ক্লাব ৯৪ & ৯৬ এবং এমডিসি মডেল ইনিস্টিউট বন্ধুদের মাঝে আয়োজিত প্রীতি ক্রিকেট
ম্যাচটি মিরপুর এমডিসি মডেল ইনিস্টিউট মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় এম.ডি.সি মডেল ইনিস্টিউট জয়ী লাভ করেন এবং ক্লাব ৯৪ & ৯৬ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন।
৯৪ এর সকল বন্ধুরা উপস্থিত থেকে খেলাকে সফল করে তোলে। খেলা শেষে খেলোয়ারদের মেডেল ও ট্রফি প্রদান করা হয়। ক্লাব ৯৪ & ৯৬ এর পক্ষে ক্লাবের এডমিন মোঃ সায়েম ইবনে ইসলাম অনিক ও মোস্তাফিজুর রহমান রাজু এবং এমডিসি মডেল ইনিস্টিউটের বন্ধুরা খেলার সার্বিক পরিচালনা করেন।
খেলা শেষে বন্ধুদের আপ্যায়নের ব্যাবস্থা করেন ক্লাব ৯৪ & ৯৬ এবং এমডিসি মডেল ইনিস্টিউটের বন্ধুরা।
ক্লাব ৯৪ & ৯৬ এর এডমিন অনিক বলেন, খেলা উপলক্ষে আমরা সকল বন্ধুরা অনেক মজা করেছি। খেলার মাধ্যমে তরুন ও যুবক সমাজ মরণনাশক মাদকের ছোবল থেকে রক্ষা পেতে পারে। আমরা খেলাকে “হ্যাঁ” এবং মাদককে “না” বলাটাই আমাদের আজকের স্লোগান।
অনিক বলেন, ক্লাবের মাধ্যমে আমরা আরো ভালো কাজ করতে চাই এবং আজকের খেলায় উপস্থিত হওয়ার জন্য সকল বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আইএনবি/ এমডি বাবুল ভূঁইয়া