আইএনবি নিউজঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ক্যাসিনো কেলেঙ্কারির সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না।
শুক্রবার সকালে সিলেটে সড়ক জোন অফিস ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের পরিচয়ে যারা অপকর্ম, দুর্নীতি ও চাঁদাবাজি করে জনগণের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে সেসব লোকদের বিরুদ্ধেই এসব অভিযান পরিচালিত হচ্ছে।
তিনি আরো বলেন, ক্যাসিনোর টাকা যাদের কাছে গেছে সেটা বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।
আইএনবি/বিভূঁইয়া