ক্যালিফোর্নিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭ টা ৩৮ মিনিটে বন্দুক হামলায়  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিতার একটি হাইস্কুলে ২জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন শিক্ষার্থী আহত হয়। ওই স্কুলে প্রকাশ্য গুলি চালানোর পর ১৬ বছর বয়সী ওই বন্দুকধারীকে আটক করে পুলিশ। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। বিবিসি

সংবাদ সংস্থা সিএনএন জানায়, হামলাকারী ওই কিশোরের নাম নাথানিয়েল বারকো। অস্ত্র বিশেষজ্ঞ ক্যাপ্টেন কেন্ট ওয়েজেনার বলেন, “ ওই কিশোরের আজ জন্মদিন ছিলো। ” নিরাপত্তাকর্মীরা শিক্ষার্থীদের স্কুল রুম থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে এবং ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কিশোরটি তার ব্যাগ থেকে বন্দুক বের করে ৫ জন শিক্ষার্থীকে লক্ষ্য করে গুলি করে। এরপর নিজের ওপর গুলি চালায় সে। যে বন্দুক দিয়ে সে গুলি চালায় সেটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। ক্যাপ্টেন কেন্ট ওয়েজ জানান, বন্দুকটি .৪৫ ক্যালিবারের একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল।

আইএনবি/বিভূঁইয়া