কোনও ধর্ষণকারী ছাড় পাবে না: আইজিপি

আইএনবি নিউজ: অভিযুক্ত সকলকে দ্রুত আইনের আওতায় এনে চার্জশিট দেওয়া হবে বললেন, পুলিশের আইজিপি বেনজীর আহমেদ। সব অপরাধীর বিচার কার্য সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের কাছে তিনি এ কাথা বলেন।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অংশ নেন আইজিপি।

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, ডিআইজি মিজানুর রহমান, কেএমপি কমিশনার মাসুদুর রহমান (ডিআইজি), ডিআইজি (অপারেশন) এম. খুরশীদ হোসেন, র‌্যাব-৮ এর সিও আতিকা ইসলাম (অতিরিক্ত ডিআইজি) ও ঢাকা, খুলনা, বরিশাল ও পুলিশ হেডকোয়ার্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএনবি/বি.ভূঁইয়া