কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে রবিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টায় ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ সিপিসি-২ এর একটি টিম।
র্যাব-১০ সূত্রে জানা যায়, র্যাব-১০ সিপিসি-২ কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি আবুল কালাম আজাদের নেতৃত্বে ঝিলমিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাতির সঙ্গে সরাসরি জড়িত থাকার দায়ে মো. রানা (২৪), মো. হাবিল (২৪), মো. সালাউদ্দিন (৩০), মো. ফারুক (৩০), মো. মনির (৪২), আ. মান্নান (৫০)কে গ্রেপ্তার করা হয়। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সজিব, স্বপন, রিপন, দিদার ও শাহনূর এখনো পলাতক রয়েছে।
আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় ডাকাতি করে আসছিল বলে জানা যায়।
আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা করা হয়েছে। এছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আইএনবি/বিভূঁইয়া