কেরানীগঞ্জের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১১

আইএনবি নিউজ: কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও দশজন মারা গেছেন। এ নিয়ে নিহত মানুষের বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

গত বুধবার (১১ ডিসেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধদের মৃত্যু ঘটে।

এরা হলেন- আলম, ইমরান, সুজন, ফয়সাল, সালাউদ্দিন, বাবলু, রায়হান, খালেক, জিনারুল ইসলাম, ফয়সাল

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক তাহমিনা সাত্তার।

আইএনবি/বিভূঁইয়া