কেনিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬০

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়া সরকার রোববার (২৪ নভেম্বর) মৃতের সংখ্যা বেড়ে ৬০ এ দাঁড়িয়েছে বলে জানায় । শুক্রবারের কেনিয়া ভূমিধসের ঘটনায় বেড়েই চলছে মৃতের সংখ্যা।

ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের পোকোট জেলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে চারটি ব্রিজ ভেসে গেছে ও বেশ কিছু গ্রামও প্লাবিত হয়েছে। নিহতদের মধ্যে প্রায় সবাই ভূমিধসের কারণে মারা গেছেন বলে জানিয়েছে দেশটির সরকারি কর্তৃপক্ষ।

এ বিষয়ে পোকোটের গভর্নর জন ক্রপ লোনিঙ্গাপুও বলেন, আমরা কখনও এ রকম ট্র্যাজেডির মুখোমুখি হইনি। শুক্রবার রাতেও ১২ ঘণ্টা বৃষ্টিপাত হয়েছে।

এর আগে কেনিয়ার রাষ্ট্রপতি প্রাণহানির ঘটনা রোধে দেশটির সেনাবাহিনী ও পুলিশসহ অন্যান্য সংস্থাকে উদ্ধার কাজে অংশ নেওয়ার নির্দেশ দেন।

দুর্ঘটনা কবলিত অঞ্চলগুলোতে হেলিকপ্টার দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে বলে জানা গেছে। তবে বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া