ফোন দিলেই খাদ্য পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবকলীগ নেতা তাইজুল সরকার

মোঃ জামাল মল্লিক,শরীয়তপুর 
করোনা ভাইরাস মোকাবিলায় সারা দেশের নেয় শরীয়তপুরেও চলছে লকডাউন। আর এই লকডাউন চলায় কর্মহীন হয়ে পরা অসহায় মধ্যবিত্ত, দরিদ্র মানুষের বেশির ভাগ পরিবারের ঘরের খাবার শেষ হয়ে গেছে। শরীয়তপুর পৌরসভায় যাদের ঘরের খাবার শেষ হয়ে গেছে তারা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকারের মোবাইলে ০১৯৩৩৪৫০৩২৩, ০১৭৩০৯৯৩২৩২ ফোন দিলেই প্রতিদিন বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। নিজ অর্থায়নে প্রতিদিন এই খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তাইজুল ইসলাম সরকার। ঘরে ত্রাণ পৌঁছে দেয়া” কার্যক্রমে সহযোগিতায় রয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক ঝাক কর্মী বাহিনী।
শরীয়তপুর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম সরকার বলেন, শরীয়তপুর পৌরসভার যে সকল ব্যক্তি এখনো কোথাও কোন ত্রাণ সহায়তা পাননি এমনকি চাইতে লজ্জাবোধ করছেন, তাদের ঘরে খাবার নেই। আমার ব্যাক্তিগত পক্ষ থেকে তাদের বাড়িতে খাদ্য সামগ্রী উপহার হিসেবে পৌঁছে দিচ্ছি। এজন্য আমার মোবাইল নম্বরে উক্ত ব্যক্তির নাম, পিতার নাম, গ্রামের নাম, ওয়ার্ড নম্বর, এবং মোবাইল নম্বর প্রেরণ কারা জন্য অনুরোধ করছি । আমি আপনাদের তথ্যের গোপনীয়তা বজায় রাখবো ।