কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ৩ হাজার ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ থানা পুলিশ জাহাঙ্গীর আলম (২৫) নামের ১ জনসহ মোট ৪জনকে আটক করেছে। সোমবার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
উপজেলার শিবের ডাংঙ্গী নামক এলাকায় রোববার রাত ১০ টার দিকে রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃতর দেওয়া তথ্য মতে, আরও ৩ মাদক চোরাকারবারিকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন,উপজেলা দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়াচর গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২৫), হজরত আলীর ছেলে এনামুল হক (৩২), বড়াই কান্দি গ্রামের আ.কাইয়ুম মেম্বারের ছেলে আলমগীর হোসেন (২৫) ও শৌলমারী ইউনিয়নের পুড়ারচর গ্রামের আজিজুল হকের ছেলে নুর আলম (৩৫)।
জাহাঙ্গীর আলম এর দেওয়া তথ্য মতে রাতেই উপজেলার ঝগড়ারচর, পুড়ারচর ও বড়াইকান্দি গ্রামে অভিযান চালিয়ে আরও তিনজন মাদক কারবারিকে আটক করে পুলিশ।
রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো. দিলওয়ার হাসান ইনাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া